Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করছেন প্রভাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১:১৯ পিএম

‘বাহুবালি’ প্রভাস বিয়ে করছেন! তার বিয়ে নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। আনুশকা শেঠির গলাতেই কী তাহলে মালা পরাতে যাচ্ছেন এই অভিনেতা? অতীতে অসংখ্যবারইতো এমন খবর চাউর হয়েছে বিনোদন পাতায়। যদিও আনুশকা এবং প্রভাস দুজনই তাদের বিয়ের খবরটিকে শুধু গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। তাদের সে কথার প্রমাণও পাওয়া গিয়েছে। কারণ এখনও তারা দুজনই সিঙ্গেলই রয়েছেন। সিঙ্গেল থাকলে কি হবে দুই তারকার বিয়ে নিয়ে ভক্তদের মাঝে কাঁদা ছোড়াছুড়িতো আর কম হয়নি।
সম্প্রতি শোনা গেল সত্যি সত্যিই নাকি বিয়ে করতে যাচ্ছেন তেলেগু এই অভিনেতা। ‘সাহো’ মুক্তির পর পরই প্রভাসের বিয়ের বাজনা বেজে উঠবে বলে খবর প্রকাশ হয়েছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে। ইতোমধ্যে হয়তো ভেবেই নিয়েছেন আনুশকাকেই তাহলে বিয়ে করতে যাচ্ছেন প্রভাস। কিন্তু মোটেও এমনটা হচ্ছে না। আনুশকা শেটি নয়, যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ব্যবসায়ীর মেয়ের গলায় মালা পরাতে চলেছেন প্রভাস।
জানা যায়, পরিবারের পছন্দেই ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছেন অভিনেতা। তবে বিয়ে প্রসঙ্গে এখনও অভিনেতা বা তার পরিবারের কোনো সদস্যই মুখ খোলেননি। কিন্তু সংশ্লিষ্ঠরা মনে করছেন খবরটি মিথ্যা বলে কোনো ভাবেই উড়িয়ে দেওয়া যায় না।
এদিকে নিজের বিয়ে নিয়ে এর আগেও প্রভাস জানিয়েছিলেন, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যপার। বিয়ে না হওয়ার পর্যন্ত কারো জানার অধিকার আছে বলেও মনে করেন না এই অভিনেতা। প্রভাসের মতে আকাশে চাঁদ উঠলে কারো অজানা থাকবে না।
ক্যারিয়ারের তুঙ্গে থাকা এই নায়ক নাম, যশ এবং খ্যাতি অর্জন করেছেন ‘বাহুবালি’ সিনেমার মাধ্যমে। ওই সিনেমাতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছিলেন আনুশকা শেঠি। সিনেমাটির ব্যপক ব্যবসায়ীক সফলতার পর পর্দার বাইরেও তাদের দুজনকে এক সাদের নিচে দেখতে চেয়েছিলেন ভক্তরা। সিনেমাটি সফলতার পর দুই তারকার বিয়ের খবরটি জানতে মুখিয়ে ছিলেন ভক্তরা। আর সে কারণেই হয়তো নানান সময় তাদের মিথ্যা বিয়ের গুজব রটেছে। কিন্তু বরাবরই তারা দুজনই সত্যটা জানানোর চেষ্টা করেছেন ভক্তদের।
বর্তমানে প্রভাস ব্যস্ত আছেন তার আগামী সিনেমা ‘সাহো’র প্রচারণায়। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আগামী ৩০ আগস্ট সিনেমাটি মুক্তি পারওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ