Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

১৩ বছর পর অভিনয়ে ফিরছেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১০:৪৫ এএম

দীর্ঘ ১৩ বছর পর আবারও অভিনয়ে ব্যাক করছেন অভিনেত্রী শিল্পা শেঠি! শীঘ্রই তার নতুন সিনেমার কাজ শুরু হবে। আর এই বিষয়টি ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী নিজেই জানান দিয়েছেন তার ভক্ত দর্শকদের। নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে শিল্পা জানিয়েছেন, অপেক্ষার পালা শেষ! ১৩ বছর পর ফিরতে যাচ্ছি! আমার পরবর্তী সিনেমার নাম ‘নিকাম্মা’।’
জানা যায়, শিল্পার এ সিনেমাটি পরিচালনা করবেন সাব্বির খান। শিল্পা ছাড়া এতে আরও অভিনয় করবেন অভিমন্যু দাসানি এবং ইউটিউব গায়ক শিরলে সেটিয়া।
সিনেমাটি নিয়ে এক প্রকার উচ্ছ্বসিত শিল্পা শেঠি। কারণ এর আগে কখনও এই ধরণের চরিত্রে তিনি অভিনয় করেননি। শিল্পা বলেন, ‘সত্যিই এটা দারুণ একটি অনুভূতি। একেবারেই ভিন্ন রকম একটি প্রজেক্ট হতে যাচ্ছে ‘নিকাম্মা’। এর মাধ্যমে দর্শকদের সামনে আগের সেই শিল্পা ধরা দেবে সম্পূর্ণ ভিন্ন একটি রূপে। অপেক্ষা করতে আর ভালো লাগছে না। মুখিয়ে রয়েছি সাব্বিরের সঙ্গে কাজ করার জন্য।’
এদিকে পরিচালক সাব্বির খান জানিয়েছেন, শিল্পার জনপ্রিয়তা এখনও আকাশ সমান। দর্শকদের কাছে এতো চাহিদা থাকতেও তিনি অভিনয় করেন না। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আর সে কারণেই আমি এই সাহসটুকু দেখাতে চলেছি। বলতে পারেন দর্শকদের চাহিদার সেই সুযোগটুকুই নিতে যাচ্ছি।’
সনি পিকচারস ইন্টারন্যাশানাল প্রোডাকশন এবং সাব্বির খান ফিল্মের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘নিকম্মা’। আগামী বছরে সিনেমাটি মুক্তি দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন পরিচালক সাব্বির খান।
এর আগে ২০০৭ সালে ‘আপনে’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে সর্বশেষ দেখা গিয়েছিল ৪৪ বছর বয়সী এই অভিনেত্রীকে। তারও আগে অভিনয় করেছিলেন ‘লাইফ ইন মেট্রো’ সিনেমায়। তবে মাঝের দীর্ঘ সময়টাতে ছোটখাটো চরিত্রে দু’একটি সিনেমায় অভিনয় করেছেন শিল্পা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ