Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন অস্ত্র প্রতিযোগিতা এড়িয়ে চলবে ন্যাটো

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

রুশ-মার্কিন পারমাণবিক চুক্তি ভেঙে গেলেও ন্যাটো রাশিয়ার সঙ্গে নতুন অস্ত্র প্রতিযোগিতা এড়িয়ে চলবে এবং ইউরোপীয় মাটিতে কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ একথা বলেছেন। স্নায়ুযুদ্ধের সময়কার ওই আইএনএফ চুক্তি ভেস্তে যাওয়ার জন্য স্টলটেনবার্গ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দুইজনই রাশিয়াকে দোষারোপ করেছেন। স্টলটেনবার্গ বলেন, “চুক্তি ভাঙার জন্য রাশিয়া এককভাবে দায়ী।” ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা রাশিয়ার দেখাদেখি কাজ করব না। নতুন কোনো অস্ত্র প্রতিযোগিতা আমরা চাই না। আর আমাদের ইউরোপের মাটিতে নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনো পরিকল্পনাও নেই।” রাশিয়া সহযোগিতা করছে না অভিযোগে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শুক্রবার ‘ইন্টারমেডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তিটিতে ৫০০ কিলোমিটার থেকে পাঁচ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রর উপর নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। ন্যাটো এবং যুক্তরাষ্ট্র দুইই অভিযোগ করে বলেছে, রাশিয়া নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ওই চুক্তি লঙ্ঘন করেছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। দুই পরাশক্তির পারমাণবিক চুক্তিটি স্বাক্ষরের ৩০ বছরেরও বেশি সময় পর তা ভেস্তে যাওয়ায় এখন নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা জেগে উঠেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাটো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ