Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচ্ছেদ হলো দিয়া মির্জার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ৬:১৭ পিএম

আবারও বিচ্ছেদের খবর বলিউডের অন্দর মহলে। ১১ বছরের সম্পর্ক শেষ করে দিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। তবে বিচ্ছেদ হলেও ভবিষ্যতে স্বামী সহিল সংঘের একজন ভালো বন্ধু হয়ে থাকবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে দিয়া নিজের বিচ্ছেদের এই খবরটি প্রকাশ করেন। শুধু দিয়াই নয়, খবরটি একই ভাবে জানিয়েছেন তার স্বামী সহিলও। তবে ঠিক কি কারণে বিচ্ছেদের এই পথটি বেছে নিলেন সে বিষয়ে কেউ পরিস্কার করেননি।

দিয়া মির্জা জানিয়েছেন, এরপর আর কখনও তাদের বিচ্ছেদের এই বিষয়টি নিয়ে কোনো ধরণের কথা বাড়াতে চান না।

এদিকে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে দিয়ার স্বামী সহিল সংঘের সঙ্গে বলিউডের অন্যতম চিত্রনাট্যকার কণিকা ধিলনের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক রয়েছে এই বিষয়টি কোনো ভাবেই মেনে নিতে পারেননি দিয়া। সে কারণেই মূলত বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
অন্যদিকে সংশ্লিষ্টরা ধারণা করছেন দিয়াও নাকি সম্পর্ক রয়েছেন টলিউডের এক অভিনেতার সঙ্গে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি দিয়া কিংবা তার স্বামী সহিলের পক্ষ থেকে।

উল্লেখ্য, দীর্ঘদিন ইভ ইন সম্পর্কে থাকার পর ২০১৪ সালে দিল্লির একটি ফার্ম হাউজে বেশ ঘটা করেই বিয়ে হয় এই মুসলিম অভিনেত্রীর। তাদের সে বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের অসংখ্য তারকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ