Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বার্নসে পুড়ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম


অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ভালো অবস্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনের চা বিরতির সময় তাদের স্কোর ছিল ২ উইকেটে ১৭০ রান। হাতে ৮ উইকেট নিয়ে তখন তারা ১১৪ রানে পিছিয়ে। অস্ট্রেলিয়া বোলারদের সামলে ৮২ রান নিয়ে ব্যাট করছিলেন ররি বার্নস, সঙ্গী জো ডেনলি ব্যাট করছিলেন ৯ রানে।

বার্মিংহামের এজবাস্টনে ১০ রান ও হাতে ১০ উইকেট নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। দিনের পঞ্চম ওভারেই জেমস প্যাটিনসনের বলে দ্বিতীয় ¯িøপে ক্যাচ দেন জেসন রয় (১০)। এরপর পিটার সিডলের বলে তারই হাতে ক্যাচ দেয়ার আগে বার্নসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়ে দিয়ে যান অধিনায়ক জো রুট (৫৭)।

আগের দিন সিডল ও নাথান লায়নকে নিয়ে শেষ দুই উইকেটে ১৬২ রান যোগ করে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানের লড়াকু সংগ্রহ এনে দেন স্টিভেন স্মিথ। নিষেধাজ্ঞা থেকে টেস্টে ফিরেই ১৪৪ রানের অনবদ্য ইনিংস উপহার দেন এই মিডলঅর্ডার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ