Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যাঁরা ভোট দেননি তাঁদের নিয়ে চলাও গণতন্ত্র : প্রণব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

গণতন্ত্রের সার কথাটি সরকারকে মনে করিয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়। এমন এক সময়ে যখন সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখায় ‘দেশদ্রোহী’, ‘পক্ষপাতদুষ্ট’ তকমা জুটেছে বিভিন্ন ক্ষেত্রের একাধিক গণ্যমান্য ব্যক্তির। এমন আবহেই প্রাক্তন প্রেসিডেন্ট মনে করালেন, শাসকদলগুলির মনে রাখা উচিত তারা যত বেশি আসনসংখ্যা নিয়েই ক্ষমতায় আসুক না কেন, শতকরার হিসেব করলে জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশই কিন্তু তাদের ভোট দেননি। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠই তাদের সমর্থক নন। কিন্তু তাদের সঙ্গে নিয়ে চলাটা-ও গণতন্ত্রের বিধান, জানালেন প্রণববাবু। 

জয়পুরে রাজস্থান বিধানসভায় এক সেমিনারে তিনি মনে করিয়ে দেন, ভারতের লোকসভা নির্বাচনের ইতিহাসে এর আগে একাধিকবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে শাসকদল। তার কথায়, ‘অদ্ভুতভাবে, সে সব ক্ষেত্রে আসনসংখ্যার নিরিখে কোনও একটি দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকলেও এমন এক বারও হয়নি যে ভারতীয় ভোটারদের অর্ধেকেরও বেশি একটি কোনও দলকে ভোট দিয়েছেন। না কংগ্রেস এমন ভোট পেয়েছে, না অন্য কোনও দলের ক্ষেত্রে হয়েছে। এমনকী বিজেপি-ও এর ব্যতিক্রম নয়।’ বাস্তবিক। কয়েক মাস আগে শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি ৩০৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ঠিকই। কিন্তু ভোটের হার দেখতে গেলে তা কিন্তু ৪০ শতাংশের কাছাকাছি। এমনকী ১৯৮৪ সালে যে ভাবে বিরোধীদের প্রায় নিশ্চিহ্ন করে ক্ষমতায় এসেছিল রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস, তাদেরও ভোটের হার ৫০ শতাংশ পেরোয়নি।
ভারতের গণতন্ত্রের ঐতিহ্যের কথা মনে করিয়ে দিতে গিয়ে প্রণববাবু বলেন, ‘এ দেশের পরিষদীয় ব্যবস্থা মোটেও হঠাৎ করে তৈরি হয়নি, ব্রিটিশদেরও অবদান নয়। আমজনতা, তাদের লড়াই, আন্দোলন ও কষ্টের ফল এটি।’ এ দিনের সেমিনারটির আয়োজক ছিল কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর রাজস্থান শাখা। তার প্রেসিডেন্ট তথা রাজস্থান বিধানসভার স্পিকার সি পি যোশী জানান, ভারতে সংসদীয় গণতন্ত্রের অবিশ্বাস্য অগ্রগতি হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রণব

২৩ জানুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ