বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের যুগ্ম সম্পাদক প্রণব সাহা আর নেই।
বৃহস্পতিবার ভোরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান জানিয়েছেন। প্রণব সাহার বয়স হয়েছিল ৫৪ বছর। তার জন্ম মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে। তিনি স্ত্রী ও এক ছেলেসন্তান রেখে গেছেন।
জাহিদ নেওয়াজ বলেন, প্রণব সাহা দীর্ঘদিন লিভার জটিলতাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
প্রণব সাহার লাশ বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার বাসভবন থেকে নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তার লাশ নেয়া হবে কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে। পরে দুপুরে নেওয়া হবে গড়পাড়া গ্রামে। সেখানে হবে তার শেষকৃত্য।
২০০১ সালে চ্যানেল আইয়ের যাত্রা শুরু হলে তিনি যোগ দেন। দীর্ঘদিন তিনি যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বাংলার বাণী পত্রিকাতেও কাজ করেছেন।
এদিকে প্রণব সাহার মৃত্যুতে শোক জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।