মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে। আজ সোমবার দিল্লির সামরিক হাসপাতালের এক স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, সাবেক এই বাঙালি রাষ্ট্রপতির শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা খারাপ হয়েছে। এখনও গভীর কোমাতেই আচ্ছন্ন তিনি। ফুসফুস সংক্রমণের জেরে তার ‘সেপটিক শক’ দেখা দিয়েছে। এ মাসের শুরুর দিকে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকেই কোমায় আছেন তিনি। এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত প্রণব মুখার্জীর মস্তিষ্কে রক্ত জমাট বেধে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রণব মুখার্জির চিকিৎসায় গঠিত চিকিৎসক দল এবং বিশেষজ্ঞরা চেষ্টা চালাচ্ছেন। ভেন্টিলেটর সাপোর্টে তিনি এখনও কোমাতেই রয়েছেন।
গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। তারপর স্নায়ুজনিত সমস্যা দেখা দেওয়ায় পরদিন তাকে ভর্তি করা হয় দিল্লির সামরিক হাসপাতালে। সেদিনই তার মাথায় অস্ত্রোপচার হয়। তার আগে পরীক্ষায় তার করোনা সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।
ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনির সমস্যা রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের। যদিও গতকাল রোববার হাসপাতালের বুলেটিনে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার কিডনির অবস্থার উন্নতি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।