প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড দেখলো আরও একটি বিচ্ছেদ। বলিউড তারকা দিয়া মির্জা ও তার স্বামী সাহিল সংঘ আর এক নেই। তারা এখন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের খবরটি দিয়া তার ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন।
২০১৪ সালের ১৮ অক্টোবর সাহিল সংঘকে বিয়ে করেন দিয়া মির্জা। তারা বিয়ের আগে ও পরে ১১ বছর ধরে একে অপরকে চিনতেন। বিয়ের পাঁচ বছর পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পরস্পর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
দিয়া তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, '১১ বছর ধরে আমরা একসঙ্গে ছিলাম। এখন আমরা নিজেরাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' তিনি আরও লিখেছেন, 'আমরা একে অপরের বন্ধু হয়ে থাকব। আর যখন প্রয়োজন হবে, আমরা পরস্পরের পাশে এসে দাঁড়াব। আমাদের পথ আলাদা হলেও আমরা একে অপরকে সবকিছু জানাব।'
দিয়া তার পরিবার ঘনিষ্ঠ মানুষদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, 'আমি আমার পরিবার আর বন্ধুদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা আমাদের ভাবনাকে অনুভব করেছেন। আমাদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। আমরা এ ব্যাপারে আর কোনো মন্তব্য বা কথা বলতে চাই না। ধন্যবাদ।'
তবে এ বিষয়ে প্রকাশ্যে অবশ্য দিয়া ও সাহিল কেউই মুখ খুলতে রাজি হননি।
বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে দিয়া মির্জা অন্যতম। দিয়া ও সাহিল ছিলেন একে অপরের ব্যবসার অংশীদার। 'সঞ্জু' 'লাগে রহো মুন্নাভাই' ও 'তুম কো না ভুল পায়েঙ্গের' মতো সুপারহিট ছবিতে দেখা গেছে দিয়াকে। সূত্র: জিনিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।