গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশে হেপাটাইটিস এর মত প্রাণঘাতি ভাইরাসের বাহক সিংহভাগ মানুষ রোগটি সম্পর্কে অজ্ঞাত। এ রোগ জটিলাকার ধারন করার আগ পর্যন্ত মানুষ চিকিৎসকের শরণাপন্ন হয়না। হেপাটাইটিস রোগ সম্পর্কে প্রতিটি মানুষকে সচেতন করতে হবে।
মন্ত্রী শনিবার (২৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৯ উপলক্ষে ফোরাম ফর দি স্টাডি অফ লিভার, বাংলাদেশ আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফোরাম ফর দি স্টাডি অব লিভার, বাংলাদেশ এর অনারারী চেয়ারম্যান শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, একাদশ জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বদ্ধ পরিকর। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর তিনি গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ সেবা প্রদানে সারা দেশে কমিউিনিটি ক্লিনিক চালু করেন। বর্তমানে সারা দেশে প্রায় ১৫ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে।
মন্ত্রী এবারের বিশ্ব হেপাটাইটিস দিবসের মূল প্রতিপাদ্য ‘আসুন খুঁজি লক্ষ অজানা রোগীদের’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, প্রতিটি নাগরিককে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করতে হবে। রক্ত পরীক্ষার মাধ্যমে এ রোগের ভাইরাসের বাহক কিনা তা নিশ্চিত করতে হবে। শিশু ও পূর্ণ বয়স্কদের ভ্যাকসিন গ্রহণে উদ্ধুদ্ধ করতে হবে। চিকিৎসা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজকল্যান মন্ত্রণালয় এ বিষয়ে জোরালো ভাবে কাজ করবে বলে তিনি জানান।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ও ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার, বাংলাদেশ এর চেয়ারম্যান প্রফেসর ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
এর আগে মন্ত্রী ফোরাম ফর দি স্টাডি অব লিভার, বাংলাদেশ সম্মাননায় ভূষিত হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সভাপতি ড. প্রদীপ ভৌমিকের হাতে সম্মাননা তুলে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।