Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে বন্যার্তদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিলেন সমাজকল্যাণ মন্ত্রী

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ৫:২৬ পিএম

মৌলভীবাজারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় দুর্যোগ মোকাবেলায় নিজ মন্ত্রণালয় থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর ও খলিলপুর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রী। পরে সেখানে নিজ দলের পক্ষে বন্যার্তদের ৭শ জনকে ত্রাণ দেন। পরে উভয় স্থানে সরকারী ত্রাণও বিতরণ করেন মন্ত্রী।
এ সময় স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মসীন, প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, জেলা, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, সমাজসেবা অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক সৈয়দা ফেরদৌসি আক্তার, জেলা উপ পরিচালক আদিল মুক্তাদির, আওয়ামীলীগ নেতা এম.এ.রহিম সিআইপি, নওশের আলী খোকন সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দুর্যোগ তহবিল থেকে বন্যার্তদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাজকল্যাণ মন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ