বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এইচএসসি ও সমমানের ফলাফলে পটুয়াখালী জেলার মধ্যে শীর্ষে কুয়াকাটা মুসুল্লীয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা। শতভাগ পাস করে বরাবরের মত শীর্ষ স্থান ধরে রখেছে এই প্রতিষ্ঠানটি। ১৭জুলাই (বুধবার) সারাদেশে এক যোগে এইসএসসি /সমমানের ফলাফল ঘোষিত হয়। উক্ত ফলাফলে মুসুল্লীয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা থেকে ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৪জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ১৮জন পেয়েছে জিপিএ-৪ এবং ৮জন জিপিএ-৩ পেয়ে উর্ত্তিণ হয়েছে। সমুদ্র উপকুলের ঐতিহ্যবাহী দ্বীনি এ প্রতিষ্ঠানটি জেলায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে অভাবনীয় ফলাফল করায় শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বিগতদিনেও অসাধারণ সাফল্য অর্জন করে বিভাগীয় পর্যায়ে শীর্ষে ছিলেন। প্রতিষ্ঠার পর থেকে বিভাগ,জেলা ও উপজেলায় পড়ালেখার পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্কাউটিংসহ নানা ক্যাটাগরিতে অবদান রাখছে। ফলাফলে এমন সাফল্য অর্জন করায় মুসুল্লীয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আঃ সোবহান বলেন, শিক্ষকমন্ডলীর পরিশ্রম ও ছাত্র/ ছাত্রীদের আন্তরিকতায় উপজেলার গন্ডি পেড়িয়ে জেলা পর্যায় শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছি। তিনি বলেন, অবকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে আমরা দেশের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জণ করতে পারতাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।