Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলাদেশে পাশের হার শতকরা ৭৩ এর উপরে সেখানে সখিপুরে পাশের হার শতকরা ৩৮.৯৪ ( বিএএফ শাহীন বাদে)

এইচএসসি ফলাফল ২০১৯ইং

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ৬:২২ পিএম

সারা বাংলাদেশে পাশের হার শতকরা ৭৩ এর উপরে টাঙ্গাইলের সখিপুরে শতকরা ৩৮.৯৪ভাগ(বিএএফ শাহীন কলেজ ব্যতীত) নিম্মে সখিপুরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীদের সংখ্যা,পাশের সংখ্যা,জিপিএ-৫ প্রাপ্তি ও শতকরা পাশের হার দেওয়া হলো-★ সরকারি মুজিব কলেজ,মোট পরিক্ষার্থী ৭০২ জন, পাস ৩২৯ জন, জিপিএ ৫- ৩ জন, পাশের হার শতকরা ৪৬.৮৭★ আবাসিক মহিলা কলেজ,মোট পরিক্ষার্থী ৪৯২ জন, পাস ২৮৯ জন, জিপিএ ৫-০ জন, পাশের হার শতকরা ৫৮.৭৪★ বড়চওনা-কতুবপুর কলেজ,মোট পরিক্ষার্থী ৩১১ জন, পাস ১১৭ জন, জিপিএ-৫ ১ জন, পাশের হার শতকরা ৩৭.৬২★সখিপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজ,মোট পরিক্ষার্থী ৭০ জন, পাস ২৪ জন, জিপিএ৫- ০ জন,পাশের হার শতকরা ৩৪.২৯★ হতেয়া মহাবিদ্যালয় মোট পরিক্ষার্থী ৯৫ জন, পাস ৩৪ জন, জিপিএ৫-০ জন,পাশের হার শতকরা ৩৫.৭৯★ সূর্যতরুন শিক্ষাঙ্গন,মোট পরিক্ষার্থী ৫৪ জন, পাস ১১ জন, জিপিএ-৫ ০ জন, শতকরা পাশের হার ২০.৩৭ ভাগ। একমাত্র ব্যতিক্রম *বিএএফ শাহীন কলেজ, পরীক্ষার্থী ২৩৭ জনের মধ্যে ২১৯ জন পাশ করেছে এবং জিপিএ -৫ পেয়েছে ২ জন, পাশের হার শতকরা ৯২.৪১ ভাগ। দক্ষ শিক্ষকের অভাব,কোচিং বানিজ্য ও মাদকের আগ্রাসন এর কারনে সখিপুরে এ ধরনের ফলাফল বিপর্যয় বলে বিজ্ঞমহল ধারনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইচএসসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ