Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলায় র্শীষে কচুয়ার ড.মনসুরউদ্দিন মহিলা কলেজ

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ৫:২৭ পিএম

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুর জেলায় এবারো শীর্ষে রয়েছে কচুয়ার ড.মনসুরউদ্দিন মহিলা কলেজ। এই কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। শুধু তাই নয়, জেলার মধ্যে সর্বাধিক জিপিএ ৫ পেয়েছে এই কলেজের পরীক্ষার্থীরা। এতে মোট পরীক্ষার্থী ছিল ১৬৪ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬২ জন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমদে জানান, এদের মধ্যে বিজ্ঞানে ৭৯ জনের মধ্যে ৩৯ জন, ব্যবসা শিক্ষায় ২৫ জনের মধ্যে ১৬ জন এবং মানবিকে ৬০ জনের মধ্যে ৭জন জিপিএ ৫ পেয়েছে।

কলেজের প্রতিষ্ঠাতা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন জানান, জেলা শহরের বাইরে মেয়েদের জন্য ব্যতিক্রমধর্মী এই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে- এমনটা তার কাছে গর্বের বিষয়। তবে নারীদের শিক্ষার প্রসার ঘটাতে তিনি প্রতিষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করার নানা উদ্যোগের কথা জানিয়েছেন।
উল্লেখ্যযে, কলেজটি প্রতিষ্ঠার পর থেকে টানা শতভাগসহ জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে উপজেলায় এগিয়ে রয়েছেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইচএসসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ