Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

১ কবির সিং
২ মালাল
৩ আর্টিকল ফিফটিন
৪ ভারত
৫ গেম ওভার

মালাল
তামিল রোমান্টিক ড্রামা ফিল্ম ‘সেভেনজি রেইনবো কলোনি’র রিমেক, পরিচালনা করেছেন মঙ্গেশ হাড়াওয়ালে।
নব্বই দশকের শেষ দিকে মুম্বাই। শিবা (মিজান জাফরি) বিশোর্ব্ধ এক তরুণ। গুণ্ডামী করেই তার সময় কাটে। নিম্ন মধ্যবিত্ত এলাকার একটি বস্তি দালানে (চল) থাকে সে। বখাটে আচরণের জন্য একসময় সে স্থানীয় রাজনীতিক সাবন্তের (সমীর ধর্মাধিকারী) নজরে পড়ে সে। শিবাকে উত্তর ভারত থেকে আগতদের ওপর নজর রাখার দায়িত্ব দেয়া হয়। এক দায়িত্ব পালনের সময়ই আস্থার (শারমিন ত্রিপাঠি) মুখোমুখি হয় সে। প্রথমে তাদের সম্পর্ক ছিল বেশ বিরোধপূর্ণ। একসময় শিবা আস্থার প্রতি অনুরক্ত হয়ে পড়ে। কিন্তু শিবার সময় কাটে বখাটেপনা করে আর আস্থা পড়াশোনা করছে তাই দুজনের সম্পর্কে পরিণতি শুভ হবে এমন কোনোভাবেই ভাবা যায় না। আস্থাও শিবার প্রতি দুর্বল আর তার পরিবার তার জন্য শিক্ষিত ছেলে দেখে রেখেছে। শেষ পর্যন্ত শিবা আর আস্থা কি এক হতে পারবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ