Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১ কবির সিং
২ আর্টিকল ফিফটিন
৩ ভারত
৪ গেম ওভার
৫ নোবলমেন

নোবলমেন
বন্দনা কাটারিয়া পরিচালিত সাইকোলজিকাল থ্রিলার।
ছেলেদের এক বোর্ডিং স্কুল। এখানে অনেক ধরণের চলে ঐতিহ্যগতভাবেই। খেলাধুলায় শ্রেষ্ঠ অর্জুন (মোহাম্মদ আলি মির) হল প্রধান উত্ত্যক্তকারী আর তার টার্গেট হল শে (আলি হাজি)। অর্জুনের বন্ধু বাদল (শান গ্রোভার)। ফাউন্ডার্স ডেতে ‘মার্চেন্ট অফ ভেনিস’ মঞ্চস্থ হবে ঠিক হয়। শে করবে বাসানিওর চরিত্র আর জুনিয়র স্কুলের ইতিহাসের শিক্ষকের মেয়ে পিয়া (মুসকান জাফেরি) করবে পোর্শিয়ার চরিত্র। বাদল পিয়ার সঙ্গে প্রেম করতে চায় তাই সে তার বিপরীতে চরিত্রটি পেতে আগ্রহী। ড্রামা শিক্ষক মুরলি (কুণাল কাপুর) বাদলকে শে’র বিকল্প হিসেবে স্থির করে। বাদল চরিত্রটি পাবার জন্য মরিয়া হয়ে অর্জুনের সঙ্গে ষড়যন্ত্র করে। বাদল আর অর্জুন মানসিক ও শারীরিকভাবে শেকে ঘায়েল করা শুরু করে যাতে সে ইচ্ছা করে পিছিয়ে আসে। মুরলি বিষয়টি টের পেয়ে যায়। শেও কোনোভাবেই পিছিয়ে আসবে না। শেষে সে ঘুরে দাঁড়াবার সিদ্ধান্ত নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ