Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হৃদরোগে আক্রান্ত সহ অভিনেতার চিকিৎসার খরচ মেটালেন সালমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ৪:১৭ পিএম

সালমান খান শুধু পর্দার সুপারস্টারই নন, তাকে বাস্তব জীবনেও সুপারস্টার বলা হয়। দেশ ও সমাজের নানা সমস্যায় তিনি দেবদূতের মতোই হাজির হন। এছাড়া সহ শিল্পীদের কোনো ধরনের বিপদ সালমানের কানে পৌচ্ছালেই সাতপাঁচ না ভেবেই ছুটে যান তার পাশে। এর প্রমাণও এই অভিনেতার কাছ থেকে পাওয়া গিয়েছে বহু বার। এইতো কিছু দিন আগেই সালমানের এক নায়িকা হাসপাতালের বিছানায় অভিনেতাকে স্মরণ করেছিলেন। আর সেটা সাল্লু মির্জার কানে পৌচ্ছানো মাত্রই অভিনেত্রীর পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তার চিকিৎসার পুরো দায় ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সালমান।
এবার আবারো এমন একটি ঘটনা ঘটেছে মুম্বাইয়ে। সালমানের আরেক সহ শিল্পী হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি বেসরকারী হাসাপালে ভর্তি হয়েছেন। আর সে খবর সাল্লু ভাই কোনো ভাবে জানতে পেরেছেন। জানার সঙ্গে সঙ্গেই সালমান লোক পাঠিয়েছেন সেই হাসপাতালে। ‘দাবাং’ সিনেমাতে সালমানের সঙ্গে স্ত্রীণ শেয়ার করেছিলেন অভিনেতা দধি পান্ডে। এই অভিনেতাই হৃদরোগে আক্রান্ত হয়েছেন। খবরটি সালমান জানা মাত্রই তার চিকিৎসার সমস্ত দায় ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। শুধু তাই নয়, দধি পান্ডের শারীরিক অবস্থা সম্পর্কে প্রতি মুহুর্তেই নিচ্ছেন খবর।
সালমানর এই সাহায্যে দধি পান্ডে এবং তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা সালমানের জন্য প্রাণ খুলে দোয়া করেছেন বলে খবর প্রকাশ করেছেন ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম।
এদিকে সালমান কয়েকদিনের মধ্যে ‘ইনশাল্লাহ’ সিনেমার শুটিং শুরু করতে চলেছেন। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় সালমানের বিপরীতে সিনেমাটিতে অভিনরয় করবেন আলিয়া ভাট।



 

Show all comments
  • Fazal hoque ৮ জুলাই, ২০১৯, ১২:১৫ এএম says : 0
    Salman Bhai u r great
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ