Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালত অবমাননার দায়ে সালমানের বিরুদ্ধে গর্জে উঠলেন বিচারপতি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৮:০০ পিএম

শিরোনাম দেখে মনে হতে পারে এটি কোনো সিনেমার গল্প। কিন্তু না, এটা বাস্তবেই ঘটেছে। আদালতে হাজির না হওয়ার কারণে সুপারস্টারের বিরুদ্ধে গর্জে উঠেছেন এক বিচারপতি। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানের তিন বছরের কারাদন্ড হয়। এরপর অভিনেতা প্রয়োজনীয় নতি আদালতের কাছে দাখিল করে এবং মুচলেকা দিয়ে জামিনে মুক্তি পায়। এই মামলায় আদালতের নির্দেশ অবমাননার দায়ে আবারো ফাঁসতে চলেছেন ভাইজান।
গত সপ্তাহে ভুয়ো নথি দেওয়ার জন্য আদালতে সমন করা হয় সালমানকে। হাজিরা দেওয়ার জন্য সালমানের আইনজীবিকে নির্দেশ দেয় আদালত। কিন্তু সুপারস্টার হাজিরা দেননি। আর তাতেই গর্জে উঠলেন বিচারপতি।
এর আগেও যোধপুর আদালত সালমানকে সাবধান করে দিয়েছেন। হুশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন যদি এরপর সালমান এই ভাবেই আদালতের নির্দেশ অবমাননা করেন তাহলে তার জামিন খারিজ করে দেওয়া হবে। এদিকে আগামী জুলাই মাসে মামলার পরবর্তি শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই তারিখে যদি সালমান হাজিরা দিতে ব্যর্থ হন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে যোধপুরে গিয়েছিলেন সালমান। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী টাব্বু, সোনালি বিন্দ্রে, সাইফ আলী খান। শুটিংয়ে গিয়ে তারা কৃষ্ণসার হরিন হত্যা করেন বলে অভিযোগ করেন গ্রামবাসী। আর তাতেই ফেঁসে যান এই তারকারা। যদিও এই মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সালমান বাদে বাকিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ