Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমান ও আলিয়াকে নিরাপত্তার চাদরে ঢাকতে চান বানসালি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৬:১০ পিএম

দীর্ঘদিন পর এক সঙ্গে কাজ করতে চলেছেন খ্যাতিমান চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বানসালি ও বলিউড সুপারস্টার সালমান খান। তাদের এক হয়ে কাজ করাটা ভক্ত-দর্শকদের জন্য যেন এক বিশাল কাণ্ড! আরো অনেক চমকই রয়েছে সিনেমাটি ঘিরে। এর মধ্যে একটি চমক হচ্ছে ৫৩ বছরের সালমান খানের বিপরীতে অভিনয় করবেন তার হাঁটুর বয়সী অভিনেত্রী আলিয়া ভাট।

ইতোমধ্যেই সিনেমাটির মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। তা নিয়েও কম জল ঘোলা হয়নি। কারণ একই দিনে বলিউড আক্কি অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ মুক্তির দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে সালমান খান কিছুটা মেজাজ হারা হয়েছে খিলাড়ীর উপর। তবে তাতে কি হয়েছে! সব কিছু ঠিক থাকলে আগামী ২০২০ সালের ঈদেই মুক্তি দেওয়া হবে ‘ইনশাল্লাহ’। এরইমধ্যে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিও চলছে। খুব শিগগিরই বানসালি তার টিম নিয়ে ঝাপিয়ে পড়বেন সুপার ডুপার হিট ‘ইনশাল্লাহ’ নির্মাণে। সুপার-ডুপার হিট বলার কারণ বানসালি-সালমানের ‘ইনশাল্লাহ’ ঘোষণার পর নামটিই হিট করেছে। তাতে আন্দাজ করা যাচ্ছে ‘ইনশাল্লাহ’ মুক্তির পর সেটা বøকবাস্টার হিট হবে।
সম্প্রতি জানা যায়, সিনেমাটির শুটিং উপলক্ষে কঠোর নিরাপত্তার আয়োজন চলছে। কারণ সালমান খান ও আলিয়া ভাটের সিনেমার শুটিং বলে কথা! এটাতো আর যেন-তেন ভাবে করা সম্ভব নয়! তাই আগের থেকেই শিল্পীদের নিরাপত্তার বিষয়টি জানান দিয়েছেন লীলা বানসালি।

জানিয়েছেন, এরইমধ্যে ভারতের উত্তরাখন্ড এবং বারানসিতে বিশাল বিশাল তাবু ফেলা হয়েছে। পুস্তুতি চলেছে শুটিংয়ের। এছাড়া সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের মিয়ামি ও ওন্ডারল্যান্ডের সমুদ্র সৈকতে।

আমেরিকায় শুটিং করার কারণও জানিয়েছেন লীলা বানসালি। তার দাবি সালমান এবং আলিয়ার অগনিত ভক্ত বসবাস করেন সেখানে। তাদের কথা মাথায় রেখেই আমেরিকাতে শুটিং করার পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে বানসালি মনে করেন হলিউডের সিনেমা যেভাবে নিরাপত্তার চাদরে ঢেকে শুটিং করা হয় ঠিক একই ভাবে বা তার চেয়েও বেশি নিরাপত্তা নিয়ে ‘ইনশাল্লাহ’র শুটিং সম্পন্ন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ