Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হৃতিকের নামে প্রতারণার মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৫:২০ পিএম

কয়েকদিন আগে খবরের শিরোনামে এসেছিলেন বলিউড সুপার হিরো হৃতিক রোশন। কারণটা নিজের বোন সুনয়না। সুনয়না একটি মুসলিম ছেলেকে ভালোবাসার দায়ে হৃতিক তার বিরুদ্ধে মামলা করবেন মলে পরিকল্পনা করেন। শুধু অভিনেতাই নন, সুনয়নার বিরুদ্ধে চলে যান তাদের পরিবারের সকল সদস্যই। এমনকি বাবা রাকেশ রোশনও নাকি মেয়ের গায়ে হাত উঠিয়েছিলেন পুলিশের সামনেই। বিষয়টি নিয়ে হৃতিকের বোন সুনয়না দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনার। এ নিয়ে এক তুলকালাম লেগে গিয়েছিল মুম্বাই চলচ্চিত্র অঙ্গনে।
এবার খবর পাওয়া গেল হৃতিক রোশনের বিরুদ্ধেই নাকি মামলা হয়েছে! তাও আবার প্রতারণা মামলা! মামলাটি দায়ের হয়েছে ভারতের হায়দারাবাদে। অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৪০৬ ও ৪২০ নম্বর ধারা মোতাবেক এই মামলা হয়েছে বলে জানা যায়।
হায়দারাবাদের কুকাটপল্লীর বাসিন্দা আই শশীকান্ত গত ২২ জুন এই প্রতারণা মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি দাবি করেছেন হৃতিক রোশান একটি ‘ফিটনেস চেন’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যে কারণে ওই ‘ফিটনেস চেন’টিতে ১৭৪৯০ রুপি দিয়ে ভর্তি হন তিনি। কথা ছিল তিনি সারা বছরই ওখানে ব্যায়াম করতে পারবেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। আর তাইতো প্রতিষ্ঠানটির তিনজন ডিরেক্টর সহ হৃতিকের নামে করে বসলেন প্রতারণা মামলা।
ভারতীয় গণমাধ্যমগুলোর তরফ থেকে জানা যায়, শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই নয়, ওই প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টর্সেও রয়েছেন হৃতিক রোশান। সে কারণেই মূলত মামলাটিতে জড়িয়ে পড়েছেন এই অভিনেতা।
তবে বিষয়টি নিয়ে এখনও হৃতিকের পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি।
এদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, শশীকান্তের অভিযোগের প্রেক্ষিতে গোটা বিষয়টিই জোরালো ভাবে নজরদারি করছে হায়দারাবাদ পুলিশ। হয়তো অচিরেই এই সমস্যার সমাধানও হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ