প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিজাত হোটেল থেকে এবার রমরমা দেহ ব্যবসা শুরু হয়েছে অভিজাত বাড়িতে। সম্প্রতি মুম্বাইয়ের এমনই দুইটি বাড়ির সন্ধান জানা গেছে। শুধু বাড়ির সন্ধানই নয়, ওই বাড়ি দুইটিতে অভিজান চালিয়ে মুম্বাই পুলিশ সাতজন বলিউড অভিনেত্রীকেও আটক করেছেন বলে খবর প্রকাশ হয়েছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে। জানা যায়, বলিউডের দ্বিতীয় এবং তৃতীয় সারির কয়েকজন অভিনেত্রী দীর্ঘদিন ধরে এই অপকর্মের সঙ্গে জড়িয়ে আছেন। চলচ্চিত্র অভিনেত্রীদের পাশাপাশি অন্ধকার এই জগৎটিতে জড়িয়ে পড়েছেন টেলিভিশন অভিনেত্রীদেরও একটি চক্র।
সম্প্রতি মুম্বাইয়ের কাছে অবস্থিত আলিবাগের দুইটি বিলাশ বহুল বাড়ি থেকে এই সব অভিনেত্রীদের আটক করেছে পুলিশ। জানা যায়, ওই সব বাড়িতে বসে রেভ-পার্টির আসর। আর এই পার্টিতে নামীদামি ব্যক্তি সহ হাজির হন সমাজের বখে যাওয়া তরুণ ধনীর দুলালরা।
ওই খবরে আরও জানা যায়, রাতের পাখি মোক্ষীরানিদের (ওই সব পতিতা অভিনেত্রী) সঙ্গ পেতে দু’হাত ভরে টাকা ওড়ান আমন্ত্রিত অতিথিরা। তবে এই সব অভিজাত মহলের খোঁজ কিন্তু সাধারণ মানুষেরা পান না। ওই সব অভিনেত্রীদের মাধ্যম (দালাল) থেকেই খোঁজ নিয়ে দরদাম করেই এন্ট্রি মারতে হয় পার্টিগুলোতে।
সম্প্রতি যে দুইটি বাড়ি থেকে অন্ধকার পল্লীর অভিনেত্রীদের আটক করা হয়েছে। তাদের নাম পরিচয় এখনই জানাতে চান না মুম্বাই পুলিশ। কারণ এই সাতজনেই সীমাবদ্ধ নয়, এই পল্লীর বাসীন্দাদের তালিকা আরো লম্বা। তাই বাকিদের ধরতে এখন কোনো ভাবেই এদের নাম প্রকাশ করা যাবে না বলে পরিস্কার জানিয়েছেন পুলিশ।
পুলিশের দাবি বাড়িগুলোতে শুধু রেভ-পার্টিই নয়, মাদকের আতুর ঘর হিসেবেই পরিচিতি পেয়েছে। এই অভিজানে পার্টিটি থেকে ২৮ গ্রাম কোকেন উদ্ধার করেছেন পুলিশ। এছাড়া নয়জন মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার পর থেকেই ফের আলোচনায় বলিউড ও অন্ধকার জগতের সম্পর্ক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।