Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমানের আমন্ত্রণ পেয়েছেন রণবীর ও দীপিকা পাডুকোন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ৭:৩৮ পিএম

সম্প্রতি একটি খবর বেশ আওয়াজ তুলেছিল। সালমানের পারিশ্রমিক নিয়ে ভক্তদের দ্বিধাদন্ধ ভেঙ্গেছে সে আওয়াজে। সালমান ভক্তরা জানতে পেরেছেন চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি অভিনেতা যে টেলিভিশন অনুষ্ঠানগুলোতে হাজির হন, তার জন্য কতো টাকা পারিশ্রমিক হাকান তিনি। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি সালমান বিশেষ কিছু অনুষ্ঠানের সঞ্চালনা করে থাকেন। ‘বিগ বস’, ‘নাচ বালিয়ে’-এর মধ্যে অন্যতম। কিছু দিনের মধ্যে ‘নাচ বালিয়ে-৯’ সিজনের শুটিং শুরু হতে যাচ্ছে। আর এই শুটিংয়ে সালমানের আমন্ত্রণে হাজির হতে চলেছেন বলিউডের সেলিব্রেটি কাপল রণবীর সিং ও দীপিকা পাডুকোন।
জানা যায়, এরইমধ্যে টেলিভিশন চ্যানেলের কর্তা ব্যাক্তিরা রণবীর ও দীপিকার সঙ্গে যোগাযোগও সম্পন্ন করেছেন। ‘৮৩’ সিনেমার শুটিংয়ের ফাঁকে তাদের দু’জনকেই দেখা যাবে সালমানের ‘নাচ বালিয়ে’র অনুষ্ঠানে।
বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে সালমান খান জানিয়েছেন, এ বছর ‘নাচ বালিয়ে’তে আলাদা কিছু চকম আনতে চলেছেন তারা। একই ছাদের নিচে এক্স-কাপলদের নাচও দেখাবেন সালমান।
এদিকে অবশ্য কয়েকদিন আগে এই অনুষ্ঠানটির একটি প্রোমোও দেখা গিয়েছে। যেখানে উর্বশী এবং বিশালকে দেখা গিয়েছিল। জানা গেছে অনুষ্ঠানটিতে উর্বশীর সঙ্গে আসতে চলেছেন অনুজ সাচদেবা। অন্যদিকে বিশাল আসছেন তার এক্স বান্ধবী মধুরিমা তুলির সঙ্গে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ