Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৫ এএম

১ কবির সিং
২ ভারত
৩ গেম ওভার
৪ ফাসতে ফাসাতে
৫ খামোশি

কবির সিং
স›দ্বীপ রেড্ডি ওয়াঙ্গা পরিচালিত রোমান্স-অ্যাকশন ফিল্ম। তেলুগু ফিল্ম ‘অর্জুন রেড্ডি;র রিমেক।
দিল্লির প্রথম সারির এক মেডিকেল কলেজের মেধাবী ছাত্র কবির সিং (শাহিদ কাপুর)। ফুটবল খেলায় প্রতিদ্ব›দ্বী শিক্ষার্থী অমিতের (অমিত শর্মা) সঙ্গে তার বিবাদ হবার পর ডিন ( আদিল হুসেন) তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়া বা কলেজ থেকে বহিষ্কার এর মধ্যে একটি বেছে নিতে বলে। নিজের কোনও ভুল নেই বলে কবির পরেরটি বেছে নেয়। কিন্তু প্রথম বর্ষের ছাত্রী প্রীতিকে (কিয়ারা আডবানি) দেখার পর সে সিদ্ধান্ত বদল করে। প্রীতির সঙ্গে কবিরের পারিবারিক পরিচিতি এবং সে তার দেখভাল করবে বলে সিদ্ধান্ত নেয়। কবিরকে ক্যাম্পাসে তার রাগের জন্য সবাই ভয় পায়, তাই কেই ঘাটায় না। কবির প্রীতিকে পড়াশোনা দেখাতে শুরু করে এবং একসময় প্রেমে পড়ে যায়। কোর্স শেষে তারা নিজেদের বাড়িতে চলে যায়। কবিরের ভাই করণের (অর্জন বাজোয়া) বিয়েতে মেহমান হিসেবে প্রীতিকে আনতে গেলে প্রীতির বাবা তাদের সম্পর্কের কথা জানতে পারে। জতিন্দরের সঙ্গে জোর করে তাকে বিয়ে দেয়া হয়। এর পর শুরু হয় কবিরের আত্মবিধ্বংসী জীবন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ