Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১২:০৫ এএম

১ ভারত
২ পিএম নরেন্দ্র মোদি
৩ ইন্ডিয়া’স মোস্ট ওয়ান্টেড
৪ নাক্কাশ
৫ দে দে পেয়ার দে

নাক্কাশ
আল্লা রাখা সিদ্দিকি (ইনামুল হক) একজন দক্ষ কারুশিল্পী। বিপতীক আল্লা রাখা দুনিয়া তার একমাত্র ছেলে মোহাম্মদ (সিদ্ধু) আর বন্ধু সামাদকে (শারিব হাশমি) নিয়ে। সে ধর্মীয় কোনও বিধিনিষেধ তেমন মানে না। মন্দিরে নকশা করার কাজ পেলে তাও সে করে। এ জন্য মুসলমান সমাজে তাকে একঘরে হয়ে থাকতে হয়। তার ছেলেকেও মাদরাসায় ভর্তি হতে দেয়া হয় না। হিন্দু আর মুসলমান দুই সমাজই তার ওপর বিভিন্নভাবে নির্যাতন চালায়। এদিকে গরীব ই-রিকসা চালক সামাদ তার বাবা-মাকে হজে পাঠাতে চায়, কিন্তু তার কাছে এতে টাকা নেই। সে মন্দিরের নকশার জন্য আল্লা রাখার কাছে গচ্ছিত স্বর্ণ চুরি করে। আল্লা রাখা তাকে বাঁচাতে চাইলেও সামাদ ধরা পড়ে জেলে যায়। আল্লা রাখা সা¤প্রদায়িক স¤প্রীতির প্রতীকে পরিণত হয়। একবছর পর আল্লা রাখার পৃ‘পোষক রাজনীতিক অপপ্রচারের কারণে নির্বাচনে টিকিট পেতে ব্যর্থ হয়, তাতে আল্লা রাখাও তার সমর্থন হারায়। নতুন করে বিপর্যয় নেমে আসে তার জীবনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ