প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামীকাল বলিউডে নির্মিত ‘গেম ওভার’, ‘খামোশি’, ‘কিসসেবাজ’ এবং ‘রেস্কিউ’ ফিল্ম চারটি মুক্তি পাবে। তামিল-তেলুগু ভাষাভিত্তিক থ্রিলার ফিল্ম ‘গেম ওভার’-এর হিন্দি ডাবিং সংস্করণটি মুক্তি পাচ্ছে রিলায়েন্স এন্টারটেইনমন্টের ব্যানারে। প্রযোজনা করেছেন এস শশিকান্ত। আশ্বিন শ্রাবননের পরিচালনায় অভিনয় করেছেন তাপসি পান্নু, বিনোদিনী বৈদ্যনাথন, আনিশ কুরুভিলা, সঞ্চনা নটরাজন, এবং রামাইয়া সুব্রামানিয়ান। রন এথান ইয়োহান সঙ্গীত পরিচালনা করেছেন। পূজা এন্টারটেইনমেন্ট ইন্ডিয়া এবং পিক্সিস পিকচার্সের ব্যানারে ‘খামোশি’ মুক্তি পাচ্ছে। হরর ফিল্মটি প্রযোজনা করেছেন বাসু ভাগনানি এবং দীপশিখা দেশমুখ। চক্রি তোলেটির পরিচালনায় অভিনয় করেছেন প্রভু দেবা, তামান্না ভাটিয়া, ভূমিকা চাওলা, সঞ্জয় সুরি, আকাশ খুরানা, বিপিন শর্মা। সত্য মানিক আফসার এবং সমীর ট্যান্ডন সঙ্গীত পরিচালনা করেছেন। অনন্ত জায়তপাল পরিচালিত রিভেঞ্জ ড্রামা ‘কিসসেবাজ’ ফিল্মে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, এভলিন শর্মা, অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং রাহুল বাগ্গা। থ্রিলার-কমেডি ‘রেস্কিউ’তে নয়ন পাচোরির পরিচালনায় অভিনয় করেছেন রাহুলগণেশ তুলসিরাম, সৃজিতা দে, ইশিতা গাঙ্গুলী এবং মেঘা শর্মা। পরের শুক্রবার আরও তিনটি ফিল্মের সঙ্গে আলোচিত ‘কবির সিং’ মুক্তি পাবে।
ছবি: খামোশি (‘খামোশি’র একটি দৃশ্য)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।