Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

১০৯ ঘণ্টা পর শিশু উদ্ধার, মৃত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

ভারতের পাঞ্জাব প্রদেশে ১৫০ ফুট গভীর নলকূপে আটকে পড়া ৩ বছরের এক শিশুকে ১০৯ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী দল। তবে উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গত ৬ জুন, বৃহস্পতিবার বাড়ির সামনে খেলতে খেলতে অব্যবহৃত ওই ১৫০ ফুট গভীর নলকূপের ভেতরে পড়ে যায় ফতেবীর। শিশুটির বাড়ি সাংগুর জেলার ভগবানপুরা গ্রামেই। শিশুটির মায়ের দাবি, ওই গভীর নলকূপটি কাপড় দিয়ে ঢাকা ছিল। দীর্ঘদিন যাবৎ ওই নলকূপটি ব্যবহার করা হতো না। মঙ্গলবার সকাল ৫টা ১২ মিনিটে সাংগুর নামক স্থানে পুলিশ, স্থানীয় বাসিন্দার সহায়তায় নলকূপটি থেকে শিশু ফতেবীরকে উদ্ধার করে এনডিআরএফ (জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া ফোর্স)। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ