প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘৮৩’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন রণবীর সিং। কপিল দেবের চরিত্রকে ফুটিয়ে তুলতে তিনি দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছেন। সম্প্রতি ছবিটি নিয়ে নতুন একটি খবর সামনে এসেছে। জানা গিয়েছে, ‘৮৩’ ছবির শুটিংয়ে হাজির হতে চলেছেন রণবীর পত্নী দীপিকা পাডুকোনও। নিজের স্বামীর বিপরীতে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
অবশ্য বিষয়টি আরও আগেই শোনা গিয়েছিল। যদিও তখন বিষয়টি নিয়ে দীপিকা বা পরিচালক কেউই মুখ খোলেননি। তবে এবার স্বয়ং এই অভিনেত্রীই বিষয়টি জানিয়েছেন। বলেছেন, ‘ছাপ্পাক ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার ফলে এই ব্যাপারে আমরা কিছু বলতে চায়নি। আর পরিচালকও তখন ছবির জন্য অনান্য কলাকুশলীদের খোঁজ করছিলেন। আমরা এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। এখন সময় এসেছে সবাইকে জানানোর।’
কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার প্রসঙ্গে দীপিকা জানান, ‘আমার সঙ্গে তার কিছুদিন আগেই দেখা হয়েছে। এমনকি তিনি আমার বিয়েতেও এসেছিলেন। আমাদের মধ্যে কথাও হয়েছে অনেকবার। আমার পরিবারের সঙ্গে তাদের বহু বছরের সম্পর্ক রয়েছে। আশা করছি, ছবিতে আমার কাজ দেখে তিনি গর্বিত হবেন।’
অভিনেত্রী আরও বলেন, তার সঙ্গে সময় কাটাচ্ছি। তাকে জানার চেষ্টা করছি। কারণ এসব কিছুই আমাকে সাহায্য করবে ছবিতে কাজ করার সময়। তাই শুটিং শুরু করার আগে তাকে ভালো করে জেনে নিতে চাই। যাতে কাজে কোথাও খামতি না থাকে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।