প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড অভিনেতাদের মধ্যে খুব নরম মনের মানুষ শাহরুখ খান। সামাজিক নানা কাজে তার অবদানের কথা শোনা যায় বিভিন্ন সময়। তার কাছ থেকে নানা ধরনের সাহায্য পেয়ে থাকেন অনেকেই। এই তালিকায় পিছিয়ে নেই বলিউডের টেকনিশিয়ানরাও। শুধুমাত্র তারকাদের সঙ্গেই নয়, পাশাপাশি সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও গভীর সম্পর্ক রয়েছে কিং খানের। সেটা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়।
সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটিয়েছেন শাহরুখ খান। বলিউড বাদশা তার নাম হলেও মানসিকতায় আর চার-পাঁচজনের মতোই, এটা সত্যিই অস্বীকার করার নয়। সম্প্রতি শাহরুখ খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। একজন মেকআপ ম্যানের বিয়েতে গিয়েছিলেন তিনি। বিয়ে বাড়িতে শাহরুখকে দেখে আপ্লুত হয়ে যান সেই এলাকার মানুষেরা। ওই বিয়ের অনুষ্ঠানে মেকআপ ম্যানের স্ত্রী ও তার সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে শাহরুখকে।
শাহরুখের এমন কর্মকান্ডে রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। সোশ্যাল মিডিয়া জুড়ে আবেগ ঝরে পড়ছে বলিউড বাদশার দিকে।
এদিকে কয়েকদিন আগেই মুম্বইতে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তার সঙ্গে এই অনুষ্ঠানে হাজির ছিলেন সলমান খান, ক্যাটরিনা কাইফ সহ বেশ করেয়কজন তারকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।