Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভারত’ দেখার জন্য পুরো প্রেক্ষাগৃহ বুক করলেন এক সালমান ভক্ত!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ৬:৪৩ পিএম | আপডেট : ৭:১০ পিএম, ২ জুন, ২০১৯

বিশ্বজুড়ে বলিউড সুপারস্টার সালমান খানের রয়েছে একনিষ্ঠ ভক্তবাহিনী। সালমানের জন্য তারা যে কোনও কাজই করতে প্রস্তুত। সাম্প্রতিক এমনই একটি কাণ্ডই ঘটিয়েছেন তার এক ভক্ত। এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে সালমানের ‘ভারত’। আর উদ্বোধনী দিনে পুরো একটি প্রেক্ষাগৃহই বুক করেছেন ওই ভাইজান-ভক্ত।

এ কাণ্ড ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাশিক শহরে। সালমানের একনিষ্ঠ ভক্ত আশীষ সিংহল একটি হলের প্রথম প্রদর্শনীর সব টিকেট একাই বুক করে রেখেছেন। নিজের নায়কের প্রতি এমন ভালোবাসায় মুগ্ধ অন্য ভক্তরাও। ‘ভারত’-এ সালমান খানকে ছয়টি ভিন্ন চেহারায় দেখা যাবে। তরুণ থেকে ৬০ বছরের বৃদ্ধ লুকে আবির্ভূত হবেন এ মহাতারকা।

বড়পর্দায় সালমানকে দেখতে মুখিয়ে আছেন ভাইজানের ভক্তরা। শুধু ভারতেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও চলছে ভক্তের পাগলামি! আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ মুক্তি পাবে আর দুদিন পরেই। এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হচ্ছে সালমানের। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার, নোরা ফাতেহি, জ্যাকি শ্রফসহ অন্যদের।

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে।
‘ভারত’ যৌথভাবে প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান অগ্নিহোত্রী, ভূষণ কুমার, কৃষান কুমার, নিখিল নমিত ও সালমান খান। ৫ জুন প্রেক্ষাগৃহের পর্দায় উঠবে ছবিটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ