Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরুখের বাড়ি কিনতে চেয়েছিলেন সালমান খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ৬:১৩ পিএম

মুম্বাইয়ের বান্দ্রার এক বিলাসবহুল বাংলোবাড়ির নাম মান্নাত। হয়তো বুঝতে পেরেছেন বাড়িটিতে থাকেন কে। এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে বাড়িটির মালিক। তবে মালিকের নাম পরিচয়ও হয়তো জানা আছে সবার। কারণ মুম্বাইয়ের বিলাসবহুল মান্নাতের সঙ্গে জড়িয়ে আছে আরেকটি বিলাসবহুল নামও। নামটি হচ্ছে শাহরুখ খান। কেননা ওই বাড়িটির মালিক বলিউডের এই সুপারস্টারই। মাস চারেক আগে শাহরুখ খান এক সাক্ষাৎকারে বাড়িটি কেনার গল্প শুনিয়েছিলেন। বাড়িটি নাকি তিনি কিনেছিলেন তার শাশুড়ির জন্য। শাহরুখ বলেছিলেন, ‘দিল্লিতে সবাই বাংলোবাড়িতে থাকে। কিন্তু মুম্বাইয়ে থাকে অ্যাপার্টমেন্ট বাড়িতে। গৌরীকে নিয়ে এখানে আসার পর প্রথমে আমরাও একটা অ্যাপার্টমেন্টে উঠেছিলাম। শাশুড়ি প্রায়ই বলতেন, ‘এত ছোট বাড়িতে থাকো!’ সে জন্যই যখন মান্নাত দেখলাম, কিনে ফেললাম।’
বাড়িটি শাহরুখ খান কিনেছেন বাংলাদেশি ২৪০ কোটি টাকা দিয়ে। এই তথ্যটিও হয়তো অনেকেরই জানা। তবে সম্প্রতি শাহরুখের এই বাড়িটি নিয়ে আরও একটি তথ্য সামনে এসেছে। শাহরুখের আগেই নাকি বাড়িটি কিনতে চেয়েছিলেন বলিউডের সুলতান সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান নিজেই জানিয়েছেন এমন তথ্য।
সালমান বলেছেন, ‘বাড়িটা আমার পছন্দ হয়েছিল। কেনার ব্যাপারে মনস্থিরও করে ফেলেছিলাম। কিন্তু বাবা সে কথা শুনে বললেন, এত বড় বাড়িতে করবে কী? তার কথা শুনে আর বাড়িটা কিনলাম না। পরে সেই বাড়িটাই কিনে নেন শাহরুখ।’
এরপরই মজা করেই শাহরুখের উদ্দেশ্যে সালমান বলেন, ‘এত বড় বাড়িতে তুমি করোটা কী?’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ