Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমানের রেস ৪-এ অভিনয় করবেন কেদার যাদব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ৫:১৮ পিএম

ক্রিকেটের বাইশগজ মাতানোর পর এবার রুপালী পর্দাতেও নিজের ক্যারিশ্মা দেখাতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার কেদার যাদব। সম্প্রতি এমন জল্পনাই উস্কে দিলেন রোহিত শর্মা। তিনি জানালেন, কেদার যাদব নাকি বলিউডের হিট ছবি ‘রেস’ সিরিজের চতুর্থ সংস্করণে অভিনয় করতে চলেছেন। যদিও রেস ফ্র্যাঞ্চাইজির দুই প্রোডিউসার রমেশ তৌরানি বা সালমান খান কেউই বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন রোহিত। সঙ্গে ছিলেন কেদার যাদব ও রবীন্দ্র জাদেজা। ভিডিওতে রোহিত বলেন, ‘জাড্ডুর সঙ্গে বসে আছেন ‘রেস ৪’ সিনেমার অভিনেতা। কেদার, শোনা যাচ্ছে তোমায় নাকি ‘রেস ৪’ সিনেমায় স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে?’
উত্তরে কেদার যাদব বলেন, ‘হ্যাঁ, তবে এখনও ফাইনাল কিছু হয়নি। এ নিয়ে আমাদের মধ্যে কথা চলছে। আশা করি চার মাসের মধ্যে সবাই চমক পাবে।’
এদিকে সালমান খান এখন ব্যষ্ত আছেন তার অভিনীত ‘ভারত’ চলচ্চিত্রটি নিয়ে। কারণ আসছে ঈদে ছবিটি মুক্তি পেতে চলেছে। ‘ভারত’-এ সালমানের সঙ্গে অভিনয় করেছেন ক্যটরিনা কাইফ।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার ওয়েলসের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে নামবে ভারত। আগামী ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপ। লন্ডনের দ্য ওভালে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ