Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘শাহো’র নতুন পোস্টারে আলট্রা লুকে প্রভাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ৭:৫৭ পিএম

‘বাহুবলী’র পর প্রভাসের ভক্তরা অপেক্ষায় ছিলেন কখন তিনি নতুন ছবি নিয়ে হাজির হবেন। তবে ‘বাহুবলী’র পরই অভিনেতা জানিয়ে দেন তিনি খুব শীঘ্রই বলিউডে ফিরতে চলেছেন। উপহার দিতে হলেছেন নতুন ছবি। এরইমধ্যে সবার জানা হয়েছে প্রভাসের নতদুন ছবির না। হ্যাঁ বলা হচ্ছে ‘শাহো’র কথাই। সম্প্রতি ছবিটির একটি পোস্টার প্রকাশ পেয়েছে। তাতে একেবারে ভিন্ন একটি লুকে দেখা যাচ্ছে অভিনেতাকে। আর তাইতো সোশ্যাল মিডিয়া জুড়ে হ্যাশট্যাগ ‘শাহো’তে ভরে গিয়েছে।

আজ মঙ্গলবার (২১ মে) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘শাহো’ পোস্টার ঘোরাফেরা করছে। তবে নজর কেড়েছে অভিনেতার চোখের সানগ্লাস। তবে এ সানগ্লাস বাকি সানগ্লাসগুলোর থেকে একদমই আলাদা। আলট্রা কুল সানগ্লাসে প্রভাসের চোখ যেন বলছে অন্য কথা। কোনও কিছুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি। এই বছরের ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি।

ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রভাস, শ্রদ্ধা কাপুর এবং নীল নীতিন মুকেশ। ছবিটি তামিল, তেলেগু, হিন্দি ইংরেজি এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে বলে জানা গিয়েছে। অবশ্য ‘বাহুবলী’র পর থেকেই প্রভাসের জনপ্রিয়তা বলিউডে বাড়তে থাকে। এমনকি প্রযোজক করণ জোহর তাকে তার পরবর্তী ছবির প্রস্তাব দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ