রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ফেনী সদর উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল গত বৃহস্পতিবার ফেনীর মহিপাল তৈয়্যবিয়া নূরিয়া দাখিল মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জমিয়াতের সভাপতি মাওলানা এয়াকুব ফারুকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুল লতিফের পরিচালনায় ইফতার পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জমিয়াতের সেক্রেটারি মাওলানা আফছার ফারুকী, সদর উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মেজবাহ উদ্দিন, মটুয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মতিন, বিরিঞ্চি সুফিয়া নূরীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. এয়াছিন, মনতাজ মিয়ারহাট দাখিল মাদরাসার সুপার শহীদ উল্লাহ মিয়াজী, আফতাববিবি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহমদ উল্লাহ, শর্শদি জামেয়া মিল্লিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা বোরহান উদ্দিন ফারুকী ও তৈয়বিয়া নূরীয়া দাখিল মাদরাসার সুপার আহছান উল্লাহ প্রমুখ। ইফতার পূর্বে আলোচনা সভায় বক্তরা বলেন, বেসরকারী মাদরাসা ও স্কুল কলেজের শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলে বর্ধিত ৪% কর্তনের প্রতিবাদ জানান, ফাজিল কামিল মাদরাসার জনবল কাঠামো দ্রুত বাস্তবায়ন করতে হবে, কামিল পাশ সহকারী মৌলভীদের উচ্চতর স্বেল বাস্তবায়ন করতে হবে, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ঈদের পূর্বে প্রদান করতে হবে, সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ করতে হবে ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের প্রাপ্তভাতা হয়রানীমুক্তভাবে দ্রুত প্রদানের ব্যবস্থা করতে হবে। পরে ফাজিলপুর ওয়ালীয়া ফাজিল মাদরাসার নবনিযুক্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাঈনুদ্দিন খোন্দকারকে সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।