প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ স্টুডেন্ট অফ দ্য ইয়ার
২ ছোটা ভীম কুং ফু ধামাকা
৩ ব্লাক
৪ সেটার্স
৫ কলঙ্ক
স্টুডেন্ট অফ দ্য ইয়ার
রোহণ (টাইগার শ্রফ) একজন পরিশ্রমী শিক্ষার্থী। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য নির্ধারিত পিশোরিলাল চমনদাস কলেজে পড়ে সে আর মৃদুলা চাওলার (তারা সুতারিয়া) সঙ্গে তার সম্পর্ক। মৃদুলা দেরাদুনে বিত্তবানদের টেরেসা কলেজে ভর্তি হলে দুজন আলাদা হয়ে যায়। এখানে পড়বার মত আর্থিক অবস্থা নেই রোহণের তাই স্পোর্টস কোটায় বৃত্তির আবেদন করে টিকে যায়। সেখানে গিয়ে সে দেখে মৃদুলা ধনবান ছাত্রদের সঙ্গে তাল মেলাবার জন্য মিয়া চাওলা নাম নিয়েছে। প্রথমে দূরত্ব থাকলেও পরে তারা আবার ঘনিষ্ঠ হয়। দুবার স্টুডেন্ট অফ দ্য ইয়ার মানবের (আদিত্য সিল) সঙ্গেও বন্ধুত্ব হয়। তবে তার বোন শ্রেয়ার (অনন্যা পাণ্ডে) সঙ্গে বিরোধিতা হয়। নাচের প্রতিযোগিতায় রোহণ আর মৃদুলা জিটি হয় আর তাদের প্রতিদ্ব›দ্বী হয় আদিত্য-শ্রেয়া। প্রতিযোগিতার এক পর্যায়ে রোহণ আদিত্য আর মৃদুলাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে টেরেসা কলেজ ছাড়ার সিদ্ধান্ত নেয় ফিরে যায় সে তার আগের কলেজে। পিশোরিলাল কলেজ থেকে সে আন্তঃকলেজ প্রতিযোগিতায় অংশ নেবার সিদ্ধান্ত নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।