Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা’কে নিয়ে গান গেয়েছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ৫:৩৭ পিএম

আজ ১২ মে মাদার্স ডে। মাদার্স ডে’র প্রাক্কালে মাকে নিয়ে গান গাইলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ইতোমধ্যেই সে গানের ভিডিও প্রকাশ করেছেন বিগ-বি। নিজের টুইটারে ভিডিওর পাশাপাশি একটি আবেগী বার্তাও দিয়েছেন অমিতাভ। ‘মা’ গানটিতে এক শিশু শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তিনি। গানটির পরিচালক ‘অক্টোবর’ সিনেমার পরিচালক সুজিত সরকার ও সুরকার অনুজ গর্গ। গানটি লিখেছেন পুনিত শর্মা।

গানটির মুখরার অংশটি গেয়েছেন অনুজ গর্গের ছেলে ইজত গর্গ। জন্মদাত্রী মায়ের প্রতি গভীর আবেগেই শাহেনশার গলা দিয়ে ঝরেছে সুর। গানের শেষে রয়েছে মর্মস্পর্শী একটি বার্তা – ‘তুমি আজও আমার পাশে আছ মা’ অর্থাত্ ‘তুম আজ ভি মেরে পাশ হো মা।’ বিগ-বির কণ্ঠে এই গান উপহার পেয়ে মুগ্ধ তার ভক্তকুল।

উল্লেখ্য, এর আগেও একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। দেশাত্ববোধক রবীন্দ্র সঙ্গীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ সাড়া ফেলে দিয়েছিল জনমাসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ