বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠিতে ‘ভালবাসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস দিবস পালিত হয়েছে। এছাড়াও রেড ক্রস প্রতিষ্ঠাতা জিন হেনরী ডুনান্টের ১৯১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান সরদার মো. শাহ আলম বুধবার সকালে কর্মসূচি উদ্বোধন করেন। রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ার হোসেন পান্না, ইউনিটের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু, সাবেক সেক্রেটারি হেমায়েত উদ্দিন হিমু ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণ থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা একই স্থানে গিয়ে শেষ হয়। যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা শোভাযাত্রায় অংশ নেন। পরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।