প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিতর্কের মাঝে পড়েছেন বেশ কিছুদিন। কখনও নাগরিকত্ব ইস্যু কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ-রাজনৈতিক সাক্ষাত্কার নেওয়ার জন্য নানা দিক থেকে আক্রমণ সানিয়ে আসছে বলিউড খিলাড়ী অক্ষয় কুমারের দিকে। বেশ কিছুদিন চুপ থাকার পর সম্প্রতি মুখ খুলেছেন এই অভিনেতা। প্রশ্ন রেখে অক্ষয় জানিয়েছেন, তার ব্যাপারে মানুষের এই অনৈতিক কৌতুহল কেন? এ বিতর্কের মাঝেও নিজের মানবতাবোধ কর্ম থেকে পিছপা হননি অক্ষয়। সম্প্রতি ভারতের ওড়িশাতে প্রদেশে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ফণী’। যার ঘন্টায় গতিবেগ ছিল প্রায় ১৭০-১৮০ কিলোমিটার। ‘ফনী’র আঘাতে তছনছ হয়ে যায় ওড়িশার বেশ কিছু অংশ। এমনকি ‘ফনী’র ফণায় ওড়িশার বেশ কয়েকজন মানুষ প্রাণ হারিয়েছেন।
ইতোমধ্যেই ‘ফণী’র ফণাতে আঘাতপ্রাপ্ত এলাকা ঘুরে দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। এই তালিকায় নাম আছে বলিউড অভিনেতা অক্ষয়েরও। এরইমধ্যে ওড়িশার ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরেছেন এই অভিনেতা। এর আগেও ভারতের সঙ্কটময় সময়ে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে অক্ষয়কে। সেটা হোক বন্যা কিংবা কোথাও ভূমিকম্প। সবসময়ই নিজেকে ব্যস্থ রেখেছেন ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যে। কিছুদিন আগেও এর প্রমাণ পাওয়া গিয়েছে। কাশ্মীরের পুলওয়ামা কান্ডে শহীদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়ে অনুদানের পাশাপাশি ‘ভারত কে ভীর’ অ্যাপের উন্মোচন করেন অক্ষয়।অ্যাপটির মাধ্যমে যে কেউ ভারত সরকারের অ্যাকাউন্টে জওয়ানদের পরিবারের জন্য অনুদান দিতে পারেন।
এদিকে জানা গেছে ‘ফনী’র আঘাতে ওড়িশার ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের জন্য মুখ্যমন্ত্রী তহবিলে ১ কোটি টাকা দান করেছেন এ অভিনেতা। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে এমনটাই জানা গিয়েছে।
কিছুদিন ধরে চলা অক্ষয় বিতর্কের মাঝেও নিজের বড় মনের পরিচয় দিয়েছেন অভিনেতা। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। যদিও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কিংবা অক্ষয় কুমার নিজে এই খবরের সত্যতা এখনও প্রকাশ করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।