Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের বিয়ে ভাঙ্গার কারণ জানিয়েছেন মধু চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ৫:১৯ পিএম

পিছিয়ে যায়নি, একেবারেই ভেঙেই গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ভাইয়ের বিয়ে। কিন্তু কেন? শেষ পর্যন্ত ছেলের বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন সিদ্ধার্থ চোপড়ার মা মধু চোপড়া।জানিয়েছেন, ‘সিদ্ধার্থের আরও একটু সময় দরকার। এখনই ও বিয়ে জন্য প্রস্তুত নয়। খুব তাড়াহুড়ো করেই বিয়েটা হচ্ছিল। দুই পরিবারের সহমতেই বিয়েটা ক্যানসেল হয়েছে।

এদিকে দিন কয়েক ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বি-টাউনের অন্দরমহলে। প্রিয়াঙ্কা চোপড়ার ভাইয়ের নাকি বিয়ে ভেঙে গিয়েছে। প্রথমে অবশ্য গুজব ভেবেই এ খবর উড়িয়ে দেন অনেক। তবে কথায় আছে যা রটে তার কিছুটা তো বটেই। প্রাথমিক ভাবে জানা যায়, ভেঙে যায়নি, তবে পিছিয়ে গিয়েছে সিদ্ধার্থের বিয়ে। কিন্তু কেন? শোনা যায়, সিদ্ধার্থের হবু স্ত্রী ঈশিতা অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন ঈশিতা। অনুমান করা হয়, হয়তো এই কারণেই পিছিয়ে গিয়েছে বিয়ে।
কিন্তু ক’দিন বাদেই সামনে আসে অন্য তথ্য। জানা যায়, একেবারেই ভেঙে গিয়েছে সিদ্ধার্থ এবং ঈশিতার বিয়ে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ছবিও শেয়ার করেছেন ঈশিতা। লিখেছেন, ‘পুরনোকে বিদায়। নতুন জীবনের শুরু।’ এ বছরের ফেব্রুয়ারিতেই রোকা হয়েছিল সিদ্ধার্থ এবং ঈশিতার। ভাইয়ের রোকা সেরিমনির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এ বার ভাইয়ের বিয়ে ভেঙে যাওয়ায় সোশ্যাল সাইটে ভাইয়ের হোবু বউ ঈশিতাকে আনফলো করে দিয়েছেন মার্কিন পুত্রবধূ।
তবে এটাই প্রথম নয়। এর আগেও সম্পর্ক ভেঙেছে সিদ্ধার্থ চোপড়ার। এর আগে ২০১৪ সালে কণিকা মাথুরের সঙ্গে রোকা সেরিমনি সম্পন্ন হয়েছিল সিদ্ধার্থের। পরে অবশ্য বিয়ে হওয়ার আগেই সেই সম্পর্ক ভেঙে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ