বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্ব ঘোষিত সিদ্ধান্তে বেসকারী শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাষ্টের অর্থ শিক্ষক ্ও কর্মচারীদের চলতি বছরের এপ্রিল মাসের বেতন থেকে ৬ ভাগ ও ৪ভাগ জমা গ্রহনের সিদ্ধান্ত প্রত্যাহারে দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে এক স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সিলেট জেলা শাখা। রবিবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসক কাজী এমদাদুল হকের হাতে এ স্মারকলিপি তোলে দেন সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবন্দ।
স্মারকলিপিতে তারা প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞের প্রশংসা করে উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়নের রোড মডেলে পরিণত হয়েছে। মাদ্রাসা তথা বেসরকারী শিক্ষক-কর্মচারীদের কল্যান ও আর্থ-সামাজিক উন্নয়ন সহ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা করে অনন্য এক ইতিহাস সৃষ্টি করেছেন আওয়ামীলীগের সভানেত্রী ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৫এপ্রিল শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ বেসকারী শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ্ও শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাষ্ট এর মাধ্যমে ভাতা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন সুবিধা চালু, শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করন, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে মাসিক বেতন প্রদান, অনার্স-মাস্টার্স পাঠদানকারী শিক্ষক ্ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-কর্মচারীদের এমপ্ওি ভূক্ত, সম্মানজনক বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মেডিকেল ভাতা প্রদানের দাবীও জানান তারা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সাধারন সম্পাদক অধ্যক্ষ ম্ওালানা মো: ছরওয়ারে জাহান, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো: আজিজ আহমদ, সিনিয়র সদস্য অধ্যক্ষ মাওলানা আতাউর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।