Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলংকা কাণ্ডে ফেঁসে যাচ্ছেন জাভেদ আখতার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ২:১৪ পিএম

সম্প্রতি শ্রীলংকায় ভয়াবহ হামলার পর বোরখা নিষিদ্ধ করে দেশটি। এদিকে, ভারতেও বোরখা নিষিদ্ধ করার দাবিতে সরব হয়ে উঠেছে হিন্দুত্ববাদীরা। এই দাবির ভিত্তিতে সম্প্রতি মুখ খুলেছেন বলিউডের খ্যাতনামা গীতিকবি জাভেদ আখতার।

জাভেদ আখতার বোরখা প্রসঙ্গে বলেন, ‘আইনি প্রক্রিয়ায় বোরখা পরা বন্ধ করা হলে রাজস্থানের মহিলারা যে ঘোমটা দেন তাও বন্ধ করা উচিত। বলছি না, আমি বোরখার পক্ষে। তবে বোরখা ও ঘোমটা দুটোর জন্যই একই আইন হওয়া উচিত।’

জাভেদ আখতারের এমন মন্তব্যে চটেছেন রাজস্থানের রাজপুত কর্ণী সেনার একটি শাখা। তাদের দাবি, বোরখা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত, ঘোমটা নয়। তাই ঘোমটা নিয়ে এমন মন্তব্য করার জন্য তাকে তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। নইলে এর পরিণাম ভয়াবহ হবে। শুধু তাই না, ক্ষমা না চাইলে জাভেদের বাড়িতে ঢুকে হামলা চালানো হবে বলেও হুশিয়ারি দেন রাজপুত কর্ণী সেনারা।

এদিকে, এই হুমকির প্রতিক্রিয়ায় জাভেদ আখতার তার নিজের টুইটে লিখেছেন, আমার বক্তব্য ভুল ভাবে নেওয়া হয়েছে।



 

Show all comments
  • মোঃ শরীফুজ্জামান ৫ মে, ২০১৯, ৬:৩৯ পিএম says : 0
    ভারতে সংখ্যালঘু মুসলিমদের বাড়িতে ঢুকে আক্রমন করাটা খুবই সহজ। তাই জাভেদ আখতারের বক্তব্যে এত অপরাধ গুনছে হিন্দু বীরেরা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ