প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ সম্প্রতি শেষ করেছেন আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’র শুটিং। আগামী ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই ছবিটির ট্রেলার প্রকাশ্য পেয়েছে। সর্বস্তরে ট্রেলারটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এগুলো কারো অজানা নয়। সাল্লু ও ক্যাট সুন্দরীকে তাদের ভক্তরা এক সঙ্গে দেখতে বেশ পছন্দ করেন। সেটা হোক পর্দায় অথবা বাস্তবে। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে মুম্বাইয়ে। পছন্দের দুই তারকাকে সারা জীবন এক সঙ্গে দেখতে সুলতানকে এক ভক্ত অনুরোধ জানিয়েছেন ক্যাটরিনাকে বিয়ে করার জন্য।
সে খবর না যেতেই আরেকটি খবরের জন্ম হয়েছে বিশ্ব গণমাধ্যমের বিনোদন পাতায়। ফের আবারো নাকি গাঁটছড়া বাঁধছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তবে কি সেই ভক্তের অনুরোধ রাখতে চলেছেন ভাইজান! না না এমন কিছুই নয়। ক্যাট অথবা সালমান কেউই এখন বিয়ের পিঁড়িতে বসবেন না। সুখবর অন্য জায়গায়। ‘ভারত’ ছবির পর আরও একবার সালমান খান ও ক্যাটরিনার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিচালক আলী আব্বাস জাফর।
জানা গেছে এই জুটিকে নিয়ে আলী আব্বাস জাফরের আরো একটি ছবির পরিকল্পনা ইতোমধ্যেই শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হবে আলী আব্বাস জাফরের পরের ছবির শুটিং। ‘এক থা টাইগার’ সিরিজের তৃতীয় ছবি নিয়ে আসছেন এই নির্মাতা। ‘এক থা টাইগার’-এর মতো এর তৃতীয় কিস্তিতেও অভিনয় করবেন সালমান খান ও তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। ইতোমধ্যেই এই দুই তারকার সঙ্গে নির্মাতার প্রাথমিক কথাও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি আলী আব্বাস জাফর ভারতীয় একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘আমার কাছে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আগে ভালো গল্প মাথায় আসতে হবে। আমি অত্যন্ত খুশি যে ‘টাইগার জিন্দা হ্যায়’র সিক্যুয়েলের জন্যে ভালো গল্প আমার মাথায় এসেছে। এই গল্প আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে টাইগার ফ্রাঞ্চাইজিকে।’
জানা গেছে, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গেও নাকি ছবিটি নিয়ে চূড়ান্ত কথা সেরেছেন পরিচালক। সব কিছু ঠিক থাকলে এ বছরই শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।