Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ আনুশকার ৩১ তম জন্মদিন, কি করছেন স্বামী বিরাট কোহলি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৩:০১ পিএম

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার আজ ৩১তম জন্মদিন। তার সবচেয়ে প্রিয় মানুষ, বিরাট কোহলি কী করবেন আজ তার জন্য? কী উপহারই বা দিতে চলেছেন স্ত্রীকে তিনি?
এই মুহূর্তে আইপিএলে ব্যস্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোহলি। তবে বুধবার কোনো ম্যাচ নেই। তাই সারাদিন স্ত্রীর সঙ্গেই কাটাতে চান তিনি। সারাক্ষণই দুজনের দিকে গণমাধ্যমের নজর। তাই বলিউড সূত্র বলছে, এ বার একান্তেই সময় কাটাবেন দুজনে। তাই আনুশকার জন্মদিনে বিরাটের পরিকল্পনার কথা কাউকে জানাতেই চাননি। দুই তারকার পরিবারের একটি সূত্র বলছে, দুজনে আজ বিশেষ ডিনারের পরিকল্পনা করেছেন।
ওই নৈশভোজে কিন্তু আর কেউ থাকছেন না, শুধু মাত্র বিরুশকা জুটি। তাদের জন্য নাকি থাকছে হাতে তৈরি বিশেষ কিছু পদ। তা হলে বিরুশকার মধ্যেই কি কেউ প্রিয়জনের জন্য রান্না করছেন? এরও উত্তর মেলেনি।
একটি সর্বভারতীয় দৈনিক সূত্রে খবর, রোমান্টিক ডিনার ডেটে যাবেন দুজনে। সেখানে থাকবে আনুশকার প্রিয় নিরামিষ পদ।
ওই সূত্র আরো জানিয়েছে, আইপিএলের পরই বিশ্বকাপ নিয়ে বিরাট ব্যস্ত হয়ে পড়বেন। এ ছাড়াও আনুশকারও কিছু ছবির কাজ রয়েছে। সে ক্ষেত্রে আজকের বিশেষ দিনটায় দুজনে এক সঙ্গে কাটানোর সুযোগ পাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ