Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করণ জোহরের প্রোডাকশন হাউসে আগুন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ২:৪৫ পিএম

বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহরের প্রোডাকশন হাউস ‘ধর্ম প্রোডাকশন’-এ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রাত আড়াইটার দিকে মুম্বাইয়ে অবস্থিত করণেল প্রোডাকশন হাউজের অফিসটিতে আগুন লেগেছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম।

জানা যায়, আগুন লাগার পর ঘটনাস্থলে আসে ১২টি দমকল ইঞ্জিন। দমকল বাহিনীর চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কবলে করণের মূল্যবান বেশ কিছু সম্পত্তির ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন দমকল বাহিনীর কর্তারা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, কীভাবে আগুন লেগেছে তার তদন্ত করা হচ্ছে। আগুন লাগার পর প্রোডাকশন হাউসের বিদ্যুত্ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

গত আটের দশক থেকে চলছে করণ জোহরের এই প্রযোজনা সংস্থা ‘ধর্ম প্রোডাকশন’। সে সময় থেকে সংগৃহীত বই, স্মারক, প্রপসসহ আরও অনেক মূল্যবান জিনিস পুড়ে গেছে বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যম থেকে।

তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কোনো কিছুই জানাননি করণ জোহর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ