Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমানের সঙ্গে সংঘর্ষ নয়, বললেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ৬:১০ পিএম

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও সালমান খানের রয়েছে গভীর বন্ধুত্ব। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। তাদের মধ্যে বন্ধুত্ব যে অটুট, তার প্রমাণও মেলে তাদের কর্মকান্ডে। বিভিন্ন সময় প্রকাশ্যে একে অন্যের কাজের প্রশংসা করেনে তারা। এছাড়া সর্বদাই তাদেরকে সম্পর্ক রক্ষা করে চলতে দেখা যায়। তবে আপত্তি উঠেছে অন্য খানে। কিছুদিন ধরে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে এই সুপারস্টারের মধ্যে সংঘর্ষ বাঁধতে চলেছে। তবে সে সংঘর্ষ ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের জের ধরে নয়। তাদের অভিনীত ‘সূর্যবংশী’ ও ‘ইনশাআল্লাহ’ ছবির কারণেই এমনটা হতে চলেছে। কারণ ২০২০ সালের ঈদে নাকি মুক্তি পাবে দুই অভিনেতার দুই ছবি। তবে সম্প্রতি এসব খবরকে মিথ্যা প্রমাণ করে দিলেন অক্ষয় কুমার নিজে। তিনি তার ভক্তদের পরিষ্কার জানিয়েছেন কোনো সংঘর্ষ নয়।

অক্ষয় বললেন, সালমান খানের ৫৪তম জন্মদিনে মুক্তি পাবে আমার ‘গুড নিউজ’। হ্যাঁ, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিনে মুক্তি পাবে সিনেমাটি। যদিও এর আগে বেশ কয়েকবার এই ছবির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। এর আগে বলা হয়েছিল, এ বছরের ১৯ জুলাই মুক্তি পাবে, পরে বলা হয় ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে। সর্বশেষ জানানো হলো, সালমানের ৫৪তম জন্মদিনে মুক্তি পাবে ‘গুড নিউজ’।

এদিকে, ক্রিসমাস-ইংরেজি নববর্ষ ঘিরে মুক্তি পাচ্ছে আরেক প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। পরিচালক অয়ন মুখার্জি ঘোষণা দিয়েছেন, সিনেমার ভিএফএক্সের (ভিজ্যুয়াল ইফেক্টস) কারণে প্রযোজনা-পূর্ব কাজ শেষ করতে সময় লাগবে। তাই ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে ২০২০ সালের গ্রীষ্মে। সালমান খানের ‘দাবাং থ্রী’ মুক্তি পাচ্ছে চলতি বছরের ২০ ডিসেম্বর। আর ২৭ ডিসেম্বর শুক্রবার ‘গুড নিউজ’ মুক্তির দিন ঘোষিত হয়েছে।

টিকেটের জানালায় সংঘর্ষ বাধাতে চান না অক্ষয় ও সালমান, তবু নিশ্চিত এই দুই ছবির মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে। ছুটির মৌসুম থাকায় অবশ্য অগণিত মানুষ প্রেক্ষাগৃহমুখী হবেন। আগে থেকে অনুমান করা মুশকিল, কোন ছবি বক্স অফিসে কী পরিমাণ সংগ্রহ করবে।

মনে আছে, ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘জিরো’ ও রণবীর সিংয়ের ‘সিম্বা’ মুক্তি পেয়েছিল ২৮ ডিসেম্বর? ‘সিম্বা’ সাফল্যের মুখ দেখলেও বক্স অফিসে আক্ষরিক অর্থেই ‘জিরো’ হয়েছিল শাহরুখের সিনেমা। সালমানের ‘দাবাং থ্রী’ ও অক্ষয়ের ‘গুড নিউজ’-এর ভাগ্যে কী আছে, তা সময়ই বলে দেবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ