প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ কলঙ্ক
২ দ্য তাসকেন্ট ফাইল্স
৩ রোমিও আকবর ওয়াল্টার
৪ জাংলি
৫ কেসরী
কলঙ্ক
১৯৪৬ সাল। ব্রিটিশ শাসনাধীন অখণ্ড ভারতের একটি শহর হুসনাবাদ, লাহোরের কাছাকাছি কোনও জায়গায় এই কল্পিত শহর। জাফর (বরুণ ধাওয়ান) এক দুর্ধর্ষ বেপরোয়া তরুণ কামার। বলরাজ (সঞ্জয় দত্ত) আর বাইজি বাহার বেগমের (মাধুরী দীক্ষিত) অবৈধ সন্তান জাফর। সত্য’র (সোনাক্ষি সিনহা) বিয়ে হবার পর বলরাজ জাফরকে ত্যাগ করে। তাই জাফর তার ওপর প্রতিশোধ নিতে চায়। সত্য ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী তাই সে তার এক সময়ের সঙ্গী রূপকে (আলিয়া ভাট) অনুরোধ করে তার মৃত্যুর পর তার স্বামী দেবকে (আদিত্য রায় কাপুর) বিয়ে করতে। ছোট দুটি অবিবাহিত বোন আছে বলে রূপও রাজি হয়ে যায়। সত্যর মৃত্যুর পর রূপ দেবকে বিয়ে করে। নিঃসঙ্গতা কাটাবার জন্য আশ্রয় হিসেবে সঙ্গীতকে বেছে নেয়ে রূপ আর তার শিক্ষক হয় বাহার। জাফর বলরাজের ওপর প্রতিশোধ নেবার জন্য রূপকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে। বলরাজ বিষয়টি জানতে পেরে বাহারের মুখোমুখি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।