রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাবনা সাঁথিয়ায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান সেচ খাল ও ক্যানেলের পাশে থাকা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে এই অভিযান চলছে। গতকাল দুপুরে সাঁথিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রধান সেচ খালের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে।
পানি উন্নয়নবোর্ড সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল ও সাব ক্যানালগুলোর দুই পাশের জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয় প্রভাবশালী লোকজন বাড়ি-ঘর, দোকান গড়ে তুলে ছিলেন। প্রভাবশালীরা দখলে নেওয়া দোকান স্থানীয় ক্ষুদ্র-মাঝারী ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছিল। গত মঙ্গলবার পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন অবৈধ দখলদার উচ্ছেদের নির্দেশে দিলে পাউবো’র সহযোগিতায় স্থানীয় প্রশাসন ও পুলিশ অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করেন। এ পর্যন্ত প্রায় ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান দখল উচ্ছেদ না হওয়া পর্যন্ত চলবে বলে জানা গেছে।
উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী রাজস্ব কর্মকর্তা জিলহক আলম বলেন, পাউবো’র যে সকল জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার সব ভেঙে ফেলা হবে। এই অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে সাঁথিয়া থানা পুলিশ ও পাউবো এই অভিযান চালাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।