Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডের দুটি ফিল্ম মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

আগামীকাল বলিউডের ‘ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ’ এবং ‘তর্পণ’ মুক্তি পাবে। একই দিন ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেইম’ মুক্তি পাবে। ফিল্ম দুটিকে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেইম’-এর মোকাবেলা করতে হবে এবং টিকে থাকা কঠিন হবে। অ্যাকশন ড্রামা ‘ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ’ মুক্তি পাচ্ছে লাভলি ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট। প্রযোজনা করেছেন অজয় সিং রাজপুত। মনোজ কে. ঝার পরিচালনায় অভিনয় করেছেন জিমি শেরগিল, মাহি গিল, সৌরভ শুক্লা, মনোজ পাহভা, সুধীর পাÐে, সুপ্রিয়া পিলগাঁওকর. পবন মালহোত্রা, মুকেশ তিওয়ারি, নন্দিশ সিং, যশপাল শর্মা, প্রণতি রাই প্রকাশ, রাজ যুষ্টি এবং সলিল আচারিয়া। সঙ্গীত পরিচালনা করেছেন নাজিদ-ওয়াজিদ। মিমেসিস মিডিয়ার ব্যানারে ‘তর্পণ’ মুক্তি পাচ্ছে। সোশাল ড্রামটি প্রযোজনা ও পরিচালনা করেছেন নীলম আর. সিং। অভিনয় করেছেন নন্দ কিশোর পন্ত, সঞ্জয় কুমার, অরুণ শেখর, রাহুল চৌহান, পুনম ইংলে নীলম কুমারী, বন্দনা আস্থানা এবং পদ্মজা রাই। মনোজ নয়ন সঙ্গীত পরিচালনা করেছেন। এক দলিত তরুণীর ধর্ষণ এবং তা ঘিরে রাজনীতিকে নিয়ে ফিল্মটির গল্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ