Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবে মা হচ্ছেন? দীপিকার সোজা সাপটা জবাব!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ৫:০৩ পিএম

বিয়ের পর সব মেয়েকেই বোধহয় এই প্রশ্নটা শুনতে হয় কবে মা হচ্ছেন। পরবর্তী পরিকল্পনা কী? কিছুদিন আগেই প্রিয়াংকা চোপড়ার একটি ছবিতে তাঁর দেহের গঠন একটু অন্যরকম লাগায় সকলেই ধরে নিয়েছিলেন তিনি বোধহয় অন্তঃসত্ত্বা। সেই নিয়ে প্রশ্নে প্রশ্নে জেরবার হয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। এমনকী তাঁর মাও তাঁকে জিজ্ঞাসা করেছিলেন সত্যিই কি কোনও খবর আছে? এবার সেই একই ভাবে প্রশ্নের মুখে পড়তে হল দীপবীরকে। গত বছরের শেষের দিকে বিয়ে করেছেন রণবীর-দীপিকা। তারপর থেকেই চুটিয়ে সংসার করছেন দুজনে। সেই সঙ্গে করছেন কাজও। দীপিকা পাড়ুকোন কাজ করছেন ‘ছাপাক’ আর রণবীর সিং-এর হাতে রয়েছে ‘এইটিথ্রি’ আর ‘তখত’-এর মতো ফিল্ম।

এবার দীপিকাকেও শুনতে হল এক প্রশ্ন। বিয়ে-সংসার-কেরিয়ার সবই তো চলছে। নতুন অতিথির আগমনের খবর কবে পাওয়া যাবে। এই প্রশ্নে রণবীর কিঞ্চিৎ অস্বস্তিতে পড়লেও দীপিকা সোজা সাপটা উত্তর দিলেন। সাংবাদিকদের তিনি বললেন, “যখন আপনারা এই গুজব ছড়ানো এবং কুৎসা রটানো বন্ধ করবেন। আর একটি মেয়ে বিয়ে করলেই যে তাকে পরিবার পরিকল্পনা করতে হবে, সন্তানের জন্ম দিতে হবে এমনটা নয়। সুতরাং বোকা বোকা প্রশ্ন করা বন্ধ করুন।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ