Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলবোর্নে বন্দুকধারীর গুলিতে নিহত ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:৩২ এএম

অস্ট্রেলিয়ায় একটি নাইটক্লাবের বাইরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নিরাপত্তা রক্ষী নিহত ও ৩ জন আহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে মেলবোর্নের দক্ষিণপূর্বে অবস্থিত লাভ মেশিন নাইটক্লাবের বাইরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রাথমিকভাবে এ গুলির ঘটনাকে সন্ত্রাস-সংশ্লিষ্ট নয় বলেই মনে করা হচ্ছে।

পুলিশ বলছে, হতাহতদের মধ্যে তিনজনই নিরাপত্তা রক্ষী; অন্যজন ক্লাবে ঢোকার লাইনে দাঁড়িয়ে ছিলেন।

“নাইটক্লাবের বাইরে ভিড় লক্ষ্য করে চলন্ত গাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়েছে বলেই মনে হচ্ছে,” বলেছেন পুলিশ কর্মকর্তা অ্যান্ড্রু স্ট্যাম্পার।

গুলিতে আহত ৩৭ বছর বয়সী নিরাপত্তা রক্ষী অ্যারন খালিদ ওসমানির হাসপাতালে মৃত্যুর খবর নিশ্চিত করেছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নিউ এজ। অ্যারনের মুখে গুলি লেগেছিল।

২৮ বছর বয়সী অন্য একজনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ৫০ ও ২৯ বছর বয়সী বাকি দুইজনের আঘাত ‘গুরুতর নয়’।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রয়টার্স। গুলির ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ