প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কী বলা যায় একে? অতিরিক্ত বিনয়? না কি নিখাদ আত্মসমালোচনা? ব্যাপার যাই হোক, সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে দুই প্রতিদ্বন্দ্বী শাহরুখ খান এবং আমির খান সম্পর্কে যে মন্তব্য করেছেন সালমান খান, তা বলিউডকে বেশ ভাবিয়ে তুলেছে।
‘শাহরুখ খান কিংবদন্তী, আমির খানও তাই। ওদের একটা-দুটো ছবি ফ্লপ করতেই পারে। কিন্তু এরপরেও ঠিকই ফিরে আসবেন ওরা। আমিই তো আদতে মধ্যমেধার। কোনো মতে তা নিয়ে বেচে আছি। সমালোচকরাও আমার কাছ থেকে বেশি কিছু আশা করেন না। আমার ছবি হিট করে যায় স্রেফ ওপরওয়ালার দয়ায়। আমি নিজেও জানি না কীভাবে টিকে আছি।’-এমনটাই দাবি বলিউড সুলতান সালমান খানের।
ভাইজানের এ বক্তব্য থেকে আসলে কি মনে হয়? সত্যি সত্যিই কি মন থেকে আমির খান ও শাহরুখ খানের প্রশংসা করেছেন সুলতান নাকি সমালোচকদের এক হাত নিলেনে। এমন প্রশ্ন সয়ং সাল্লু ভক্ত-দর্শকদের।
এদিকে সুলতান বর্তমানে অভিনয় করছেন ‘দাবাং থ্রী’ ছবিতে। ছবিটির শুটিং শুরু হয়েছে চলতি মাসের প্রথম দিকে। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।